দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
রুহিয়ার ঐক্য জিতের পরিবারে বইছে আনন্দের বন্যা
মোফাচ্ছিলুল মাজেদ মে ৬, ২০১৭, ৬:৪১ অপরাহ্ণ | পড়া হয়েছে ২,০৬৭ বার |

দিনাজপুর বার্তা২৪.কম ॥ ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম গ্রামের ঐক্যজিতের বাড়িতে বইছে আনন্দের বন্যা। গত ৫ মে শুক্রবার রাতে চ্যানেল আই ‘ক্ষুদে গান রাজ’ সিজন সিক্স প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে প্রথম রানার আপ হওয়ায় তার পরিবার আনন্দে ভাসছে। ব্যান্ড পার্টি সহ আনন্দ মিছিল করেছে তার পরিবারের লোকজন। তার বাবার নাম ব্রজেন্দ্রনাথ, মায়ের নাম ববিতা রাণী, তারা এক ভাই এক বোনের মধ্যে সে বড়। তার গ্রামের বাড়িতে সরেজমিনে গিয়ে তার দাদার সাথে কথা হয়। তার দাদা আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, “আমার নাতি (ঐক্য), সে প্রথম রানার আপ হওয়ায় আমি খুব গর্বিত ও আনন্দিত।” ঐক্য জিতের বাবার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, “৬৫ হাজার প্রতিযোগির মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে আমার ছেলে ঐক্য ১ম রানার আপ হওয়াতে আমি গর্বিত ও আনন্দিত এবং সকলের নিকট আশীর্বাদ কামনা করছি আমার ঐক্য যেন আরো অনেক দুর এগিয়ে যেতে পারে।”

 

এই পাতার আরো খবর -
২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৬ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১৫ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫৫ অপরাহ্ণ
এশা রাত ৭:১১ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO