দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
নতুন চমক নিয়ে টুটুল-তানিয়া দম্পতি
মোফাচ্ছিলুল মাজেদ এপ্রিল ২৩, ২০১৭, ৩:২১ অপরাহ্ণ | পড়া হয়েছে ১,১৬১ বার |

দিনাজপুর বার্তা২৪.কম : মিডিয়াঙ্গনের সুখী দম্পতি এস আই টুটুল-তানিয়া আহমেদ নতুন চমক নিয়ে দর্শক-শ্রোতামহলে আসছেন। সম্প্রতি টুটুল নতুন দুটি গান তৈরি করেছেন। এটি একটি খবর বটে, কিন্তু নতুন চমক হচ্ছে- গান দুটি মিউজিক ভিডিও নির্মাণ করছেন তার স্ত্রী তানিয়া আহমেদ। দীর্ঘদিন পর এই মিউজিক ভিডিওর মাধ্যমে পরিচালনায় ফিরছেন তিনি। এস আই টুটুলের কথা, সুর ও সংগীতে গান দুটি শিরোনাম হচ্ছে- ‘বন্ধু’ ও ‘পুড়ে যাবি’। আসছে ২৪ ও ২৫ এপ্রিল কক্সবাজার ও ঢাকার বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিও দুটির শুটিং হবে।
এ প্রসঙ্গে এস আই টুটুল বলেন, ‘এখন আমাদের দেশে মিউজিক ভিডিওর একটি নতুন ধারা তৈরি হয়েছে। আর সিডিতে এখন কেউ গান শুনে না। তাই বলে তো আর গান ছেড়ে দিতে পারি না। এখন থেকে আমার গান আর কোনো অডিও প্রতিষ্ঠানকে দেব না। নিজে গান করে নিজেই ইউটিউবে প্রকাশ করব।’
অন্যদিকে তানিয়া আহমেদ বলেন, ‘আমি দীর্ঘদিন পর আবারও পরিচালনায় আসছি। আমার ইচ্ছে ছিল চলচ্চিত্র দিয়ে পরিচালনাটা শুরু করব। এরই মধ্যে আমি চলচ্চিত্রের গল্প বাছাই শুরু করেছি। তার আগে টুটুলের কাজ দুটি করে দেব।’

এই পাতার আরো খবর -
২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪২ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৮ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১২ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫২ অপরাহ্ণ
এশা রাত ৭:০৮ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO