দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
এক সিনেমায় ১২০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়!
মোফাচ্ছিলুল মাজেদ জানুয়ারি ২২, ২০২০, ১০:২৬ অপরাহ্ণ | পড়া হয়েছে ৩৭৯ বার |

দিনাজপুর বার্তা২৪.কম :- বলিউডে সম্ভবত সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা হতে চলেছেন সুপারস্টার অক্ষয় কুমার। গেল বছর মুক্তিপ্রাপ্ত তাঁর চারটি সিনেমাই বøকবাস্টার হয়েছে। নতুন খবর, পরবর্তী ছবির সঙ্গে চুক্তি সেরেছেন অক্ষয়, আর এ ছবির জন্য তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ১২০ কোটি রুপির চেক! হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ছবি পরিচালনা করবেন ‘তনু ওয়েডস মনু’ ও ‘জিরো’খ্যাত আনন্দ এল রাই। শোনা যাচ্ছে, ওই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন হালের আবেদনময়ী সারা আলি খান ও দক্ষিণী তারকা ধানুশ। ২০১৯ সালে পরপর চারটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন অক্ষয় কুমার‘কেসারি’, ‘মিশন মঙ্গল’, ‘হাউসফুল ফোর’ ও ‘গুড নিউজ’। আর এ চার ছবি ২০১৯ সালে ভারতের বক্স অফিসে আয় করেছে ৭০০ কোটি রুপির বেশি। এর মধ্য দিয়ে নতুন এক অধ্যায় তৈরি হয়। প্রথমবারের মতো বলিউডে কোনো তারকা ৭০০ কোটির ক্লাবে ঢোকেন। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামাকে একটি সূত্র নিশ্চিত করেছে, অক্ষয় কুমার এখন তাঁর পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন। তাঁর নামই দর্শককে আকৃষ্ট করছে এবং প্রেক্ষাগৃহমুখী করছে। এ ছাড়া তিনি ডিজিটাল ও স্যাটেলাইট মাধ্যমে নানা লোভনীয় প্রস্তাব পাচ্ছেন। সুনাম ও ব্যবসা সফলতার ভিত্তিতে অক্ষয় ও তাঁর টিম বিশ্বাস করেন, এ তারকা ১০০ কোটি রুপির বেশি পারিশ্রমিক পাওয়ার যোগ্য। সূত্রটি আরো জানিয়েছে, ২০২০ সালের মাঝমাঝি সিনেমাটি মুক্তি পেতে পারে। অক্ষয় কুমার বলিউডের একমাত্র অভিনেতা, যাঁর পরপর পাঁচটি সিনেমা বক্স অফিসে ১৫০ কোটি রুপি আয় করেছে। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘গুড নিউজ’ ভারতের বক্স অফিসে ২০০ কোটি রুপি ছাড়িয়েছে। এ ছবিতে আরো অভিনয় করেছেন কারিনা কাপুর খান, দিলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আদভানি।

এই পাতার আরো খবর -
৫ই অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৯ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:০৯ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৪৯ অপরাহ্ণ
এশা রাত ৭:০৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO