ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

আজ ২৪ জুন বৃহস্পতিবার বাংলাদেশের আকাশেও দেখা যাবে ‘স্ট্রবেরি মুন’

দিনাজপুর বার্তা
জুন ২৪, ২০২১ ২:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ২৪ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশেও দেখা যাবে ‘স্ট্রবেরি মুন’। জুন মাসের পূর্ণাঙ্গ চাঁদ ‘স্ট্রবেরি মুন’ হিসেবে পরিচিত। এদিন চাঁদ লালচে বর্ণ ধারণ করবে। দেখতে এটি সোনালী রঙেরও হতে পারে। এই চাঁদের নামের সাথে রঙের কোন মিল নেই।
যুক্তরাষ্ট্রের উপজাতিদের কাছ থেকে ‘স্ট্রবেরি মুন’ নামটি এসেছে। জুন মাসে আমেরিকার বিভিন্ন এলাকায় স্ট্রবেরি চাষ হয়। ঠিক স্ট্রবেরি চাষাবাদের সময়ে জুন মাসের চাঁদকে এই নাম দেওয়া হয়েছে। তবে ‘স্ট্রবেরি মুন’ এক ধরনের সুপারমুন। অনেক তথ্য থেকে জানা গেছে এটাই হতে পারে ২০২১ সালে শেষ সুপারমুন।
চাঁদকে সুপারমুন বলা হয় তখনই যখন চাঁদ পূর্ণ পূর্ণিমায় থাকে এবং বার্ষিক প্রদক্ষিণের সময় প্রায় পৃথিবীর কাছাকাছি চলে আসে। তবে এই চাঁদ পৃথিবীর কাছাকাছি আসায় স্বাভাবিক পূর্ণিমার চাঁদের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায়।
এই চাঁদকে নিয়ে মানুষের আগ্রহও একটু বেশি থাকে। কারণ স্বাভাবিক অবস্থার চেয়ে সুপারমুনের সময় চাঁদকে ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়।
এ বছর চাঁদ দেখা ধুম পড়েছে কারণ মাসখানেক আগেও আমরা দেখতে পেয়েছিলাম আরেকটি সুপারমুন। আসলে সেটি ছিলো ‘ব্লাডমুন’। তবে সেইদিন হয়েছিলো বছরের প্রথম চন্দ্রগ্রহণ। ঠিক তার কিছুদিন পর হয় সূর্যগ্রহণ। আর এবারও দেখা যাবে আরো একটি চাঁদ। তবে বাংলাদেশে ‘স্ট্রবেরি মুন’ দেখার সম্ভাবনা কম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।