ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪০ পরিবারকে শীতবস্ত্র উপহার দিলো বসুন্ধরা শুভসংঘ

মোফাচ্ছিলুল মাজেদ
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

বীরগঞ্জ প্রতিনিধিঃ
উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় শীতের তীব্রতা এখনো কমেনি। আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ সোমবার সকালেও তাপমাত্রা নেমে আসে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। এই প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি কষ্টে আছে প্রান্তিক, দরিদ্র ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষগুলো। গরম কাপড়ের অভাবে শীতের সঙ্গে প্রতিদিনের লড়াই তাদের জন্য হয়ে উঠেছে এক দুর্বিষহ বাস্তবতা। এমন প্রতিকূল পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সেচ্ছাসেবী সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বীরগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের জগদল গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪০টি দরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবকরা প্রতিটি পরিবারের হাতে তুলে দেন শীত বস্ত্র গরম কাপড়। শীতবস্ত্র পেয়ে স্থানীয় মানুষদের মুখে ফিরে আসে স্বস্তির হাসি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা সোহেল আহমেদ, সভাপতি মোঃ ফরহাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হকসহ শুভসংঘের অন্যান্য স্বেচ্ছাসেবকরা।
শীতবস্ত্র পেয়ে স্থানীয় বাসিন্দা সান্তনা হেমরম আবেগাপ্লুত হয়ে বলেন, ‘এ বছর কারও কাছ থেকে কোনো শীতের কাপড় পাইনি। শীতের এই শেষ সময়ে বসুন্ধরা শুভসংঘ আমাদের পাশে দাঁড়িয়েছে, এতে আমরা খুবই উপকৃত হয়েছি। এই শীতবস্ত্র আমাদের পরিবারের জন্য আশীর্বাদ।’ আরেক বাসিন্দা জোসেফ হাসদা বলেন, ‘শীতের সময় গরম কাপড়ের অভাবে আমাদের খুব কষ্ট করতে হয়। কিন্তু বসুন্ধরা শুভসংঘ আমাদের যে সহায়তা করেছে, তা আমাদের জন্য অনেক বড় পাওয়া।’ স্থানীয় বাসিন্দারা জানান, এই ধরনের মানবিক উদ্যোগ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কথা সাধারণত কেউ মনে রাখে না। বসুন্ধরা শুভসংঘ যে আমাদের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘের এই মানবিক কার্যক্রম শুধু বীরগঞ্জেই নয়, বরং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষেরা এই সংগঠনের সহায়তায় নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনা করা হবে। বসুন্ধরা শুভসংঘের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা অন্যদেরও অনুপ্রাণিত করবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে। বসুন্ধরা শুভসংঘ শুধু শীতবস্ত্র বিতরণেই সীমাবদ্ধ নয়, বরং বছরজুড়ে বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। শিক্ষাসামগ্রী বিতরণ, খাদ্যসামগ্রী প্রদানসহ নানা সেবামূলক কার্যক্রমের মাধ্যমে তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।