দিনাজপুর বার্তা২৪.কম :- দিনাজপুর জেলা চাউলকল মালিক গ্রুপ আয়োজিত বন্যার্ত অসহায় পরিবারের মাঝে টিন বিতরণ এবং রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে ত্রাণ-এর চাউল প্রেরণ উপলক্ষে শহরের পুলহাটে সংগঠনের কার্যালয়ে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২২ অক্টোবর রোববার সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। সংগঠনের সভাপতি মোঃ মোসাদ্দেক হুসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মোঃ হামিদুল আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম কায়সার আলী প্রমুখ। সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রতাপ সাহা পানুর সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, চাউলকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুজাউর রব চৌধুরী, সাবেক সভাপতি সারোয়ার আশফাক আহমেদ লিয়ন প্রমুখ। দিনাজপুর চাউল কল মালিক গ্রুপের উদ্যোগে রোহিঙ্গা শরনার্থীদের জন্য ৪৫ টন চাল প্রেরনের উদ্বোধন এবং দিনাজপুরে বন্যার্তদের জন্য ৩৬০ পরিবারকে ১বান করে টিন বিতরণ অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা ও বিবেকবান নেত্রী উল্লেখ করে বলেছেন এ ধরনের আরেকটি মানুষ পৃথিবীর বুকে জন্ম নিবে কিনা আমার জানা নাই। মুসলিম রোহিঙ্গাদের উপর যে নির্যাতন, অত্যাচার হচ্ছে শেখ হাসিনার বিবেক নাড়া দিয়ে উঠেছে। বিশ্বে শেখ হাসিনার মানবতার নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন। শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে যারা রোহিঙ্গাদের জন্য ত্রান দিচ্ছেন তারাও মানবতার উজ্জল দৃষ্টান্ত রাখছেন। পাশাপাশি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রান মানব সেবার একটি উজ্জল দৃষ্টান্ত। সরকারের পক্ষ থেকে ৭ লক্ষাধিক রোহিঙ্গাকে গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে। খাদ্য চিকিৎসা, ত্রাণসহ সার্বিক সহযোগিতা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে।