দিনাজপুর বার্তা২৪.কম : দৃষ্টিনন্দন “হোটেল আফিয়া ইন্টারন্যাশনাল (আবাসিক)” এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১লা ডিসেম্বর শুক্রবার বিকেলে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজব এর মাতা হাসনা বানু ফিতা কেটে “হোটেল আফিয়া ইন্টারন্যাশনাল (আবাসিক)” এর শুভ উদ্বোধন করেন। দিনাজপুর শহরের প্রানকেন্দ্র বাহাদুর বাজারে অবস্থিত “হোটেল আফিয়া ইন্টারন্যাশনাল (আবাসিক)” এ রয়েছে সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুপরিসর পার্কিং সুবিধা। ৬ তলাবিশিষ্ট “হোটেল আফিয়া ইন্টারন্যাশনাল (আবাসিক)”এ রয়েছে দেশি-বিদেশিদের রাত্রিযাপনের জন্য রয়েছে ছোট-বড় ৪৫টি কক্ষ যা সম্মানিক গ্রাহকদের চাহিদা পূরণ করতে সক্ষম হবে।
“হোটেল আফিয়া ইন্টারন্যাশনাল (আবাসিক)” এর শুভ উদ্বোধন উপলক্ষে হোটেল এর পাশ্ববর্তী এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। সম্ভাবনাময় দিনাজপুর জেলার পর্যটন খাত ও দুটি স্থল বন্দর সম্পূর্ণরুপে চালু হলে দিনাজপুর জেলায় মানসম্পন্ন আবাসিক হোটেলের চাহিদা পূরণ করতে সক্ষম হবে “হোটেল আফিয়া ইন্টারন্যাশনাল (আবাসিক)”।
উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ কুমার বক্সী বাচ্চু, দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, কোতয়ালী আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও “হোটেল আফিয়া ইন্টারন্যাশনাল (আবাসিক)” পরিচালক আবু ইবনে রজব, সাধারন সম্পাদক জাকারিয়া জাকির, শহর আওয়ামীলীগের সাভাপতি মো: আনোয়ারুল ইসলাম, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।