দিনাজপুর বার্তা২৪.কম : দিনাজপুরে জাতীয় পাট দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ” স্লোগানে ৬ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে জাতীয় পাট দিবস-২০১৮ এর কর্মসূচীর শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মো. শহীদ হোসেন চৌধুরী।
কর্মসূচীর অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি পাটর্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
আলোচনা সভায় দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মোশাররফ হোসেন এর সভাপতিত্বে ও পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর কৃষি উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. তৌহিদুল ইকবাল, দিনাজপুর পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক তারানা আফরোজ সজনী, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোছাদ্দেক হুসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, পাট চাষী, পাট ব্যবসায়ী প্রমুখ।