
দিনাজপুর বার্তা২৪.কম :-দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে গোর এ শহীদ ময়দানে বানিজ্যমেলা ২০২০ এর উদ্বোধন হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে মাসব্যাপী দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুজাউর রব চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম। পুলিশ সুপার আনোয়ার হোসেন বিপিএম (বার)। মিজানুর রহমান পাটোয়ারী বাবু আহবায়ক দিনাজপুর বানিজ্য মেলা ২০২০ উপ কমিটি। পরিচালক, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। চমক পূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিনাজপুর বাণিজ্য মেলার প্রধান অতিথি ইকবালুর রহিম এমপি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।