
ঢাকা : ঢাকা মহানগর দোকান মালিক সমিতি ঢাকা মহানগরের সকল বাণিজ্য বিতান ও শপিং মল আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার আহবান জানিয়েছে।
সমিতির সভাপতি তৌফিক এহেসান আজ বলেন, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির পূর্ব গৃহীত সিদ্ধান্ত অনুযায়ি ৩১ মার্চ তারিখ পর্যন্ত ঢাকা মহানগরের সকল বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল।
এই সময়সীমা বর্ধিত করে সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ৪ এপ্রিল পর্যন্ত মহানগরের সকল বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার আহ্বান জানান তিনি।
তিনি এই সংকটময় পরিস্থিতিতে মহানগরের সকল বিত্তবান ব্যবসায়ীদের স্ব স্ব এলাকায় অসহায়দের সহযোগিতা করার আহ্বান জানান এবং সকলকে ঘরে থাকার অনুরোধ করেন। (বাসস)
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।