ঢাকাশুক্রবার , ১১ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন

মোফাচ্ছিলুল মাজেদ
জুন ১১, ২০২১ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক (২০২১-২০২২ ও ২০২২-২০২৩) সালের নির্বাচন কাল শনিবার (১২ জুন) অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন বোর্ডের সদস্য গোলাম নবী দুলাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (১২ জুন) দিনাজপুর শহরের কালিতলাস্থ সারদেশ^রী উচ্চ বালিকা বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৮ টা বিকেল ৫ টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। ১৮টি পদের বিপরিতে দু’টি প্যানেল থেকে ৩৬ জন ও একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। প্যানেল দু’টি মধ্যে রয়েছে চেম্বারের সাবেক সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বাধীন রফিকুল ইসলাম পরিষদ ও আরেক সাবেক সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীমের নেতৃত্বাধীন শামীম চৌধুরী পরিষদ।
এছাড়া সহযোগি সদস্য, গ্রুপ ও টাউন এসোসিয়েট সদস্য এই ৩টি পদে প্রতিটিতে একজন করে মোট ৩ জন নির্বাচিত হবেন। তবে এরই মধ্যে গ্রুপ ও টাউন এসোসিয়েট সদস্য পদে দুইজন সদস্য নির্বাচিত হয়েছেন। বাকী সহযোগি সদস্য পদে একজন সদস্য নির্বাচিত করা হবে। এতে মোট ২ হাজার ৬১০ জন ভোটার ভোট প্রদান করবেন।
দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি রফিকুলের নেতৃত্বাধীন রফিকুল ইসলাম পরিষদের প্রার্থীরা হলেন-রফিকুল ইসলাম, বিশ^নাথ আগরওয়ালা, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, আলহাজ¦ মোঃ রেজাউল করিম, মানবেন্দ্র দাস মনোজ, মোঃ মোকাররম হোসেন, মুরাদ আহমেদ, তায়েফ বিন শরীফ, মোঃ ইয়াকুব আলী, সাজেদুল আবেদীন শাহীন, আলহাজ¦ মোঃ জাহিদ আলী, মোঃ ময়েন উদ্দিন শাহ, শাহ্ মোঃ মমিনুল ইসলাম, সৈয়দ সপু আহাম্মেদ, মোঃ শামীম শেখ, মোঃ রুবেল ইসলাম, মোঃ তাজ ফারাজুল ইসলাম চৌধুরী ও বেগম সুলতানা রাজিয়া জুঁই।
আরেক সাবেক রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীমের নেতৃত্বাধীন শামিম চৌধুরী পরিষদের প্রার্থীরা হলেন-রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, মোঃ জর্জিস আনাম, সোজা উর রব চৌধুরী, মোঃ মোছাদ্দেক হুসেন, মোঃ শামীম কবির, আলহাজ¦ সৈয়দ সাগির আহম্মেদ, প্রতাপ কুমার সাহা পানু, মোঃ আখতারুজ্জামান জুয়েল, সাহেদ রিয়াজ পিম, রাহবার কবির পিয়াল, মোঃ মোস্তফা কামাল মিলন, আলহাজ¦ মোঃ মোফাজ্জল হোসেন, জহির শাহ্, উদ্দীপ ভৌমিক, মোঃ জহির খান, মোঃ আব্দুল্লাহ আল কাফি লিটন ও মোঃ সানোয়ার হোসেন।
উল্লেখ্য, চেম্বারের নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন-এ্যাড. আশফাক আহম্মদ। আর সদস্য হিসেবে রয়েছেন নবী দুলাল ও অশোক কুমার কুন্ডু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।