দিনাজপুর প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষে অগ্রণী ব্যাংক লিমিটেড দিনাজপুর অঞ্চলের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টি অগ্রণী ব্যাংক লিমিটেড এর আঞ্চলিক অফিসে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড দিনাজপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এস, এম, মোস্তফা-ই-কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী লিমিটেড এর সহকারী মহাব্যাবস্থাপক ও মালদহপট্টি শাখা প্রধান মো: এনায়েত হোসেন, আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো: জাহাঙ্গীর কবীর, অগ্রণী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো: হুমাযুন কবীর, অগ্রণী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদে সাধারন সম্পাদক মো: আজগার আলী।
অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) দিনাজপুর অঞ্চল এর সভাপতি মো: আশরাফ আলী মিন্টু’র সভাপতিত্বে ও অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) দিনাজপুর অঞ্চল এর সাধারন সম্পাদক মো: মোকাররম হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মুন্সিপাড়া শাখার ব্যবস্থাপক মো: একরামুল হক, পার্ব্বতীপুর শাখার ব্যবস্থাপক বিশ্বজিৎ রায়, ফুলবাড়ী শাখার ব্যবস্থাপ মো: মাহফুজার রহমান, বীরগঞ্জ শাখার ব্যবস্থাপক সমীর কুমার সরকার, বিরামপুর শাখার ব্যবস্থাপক মো: জাহাঙ্গীর আলম, হাকিমপুর শাখার ব্যবস্থাপক মো: আফতাবুজ্জমান, কমলপুর হাট শাখার ব্যবস্থাপক মো: মাহফুজার রহমান, আমতলী শাখার ব্যবস্থাপক মো: কাজী আব্দুল ফারুক, তাজপুর হাট শাখার ব্যবস্থাপক মো: আশরাফুল আলম সহ দিনাজপুর অঞ্চল (সিবিএ)র কার্যকরী সভাপতি মো: আউয়াল বক্স প্রমূখ।
এর আগে বুধবার সকাল ৯টায় অগ্রণী ব্যাংক লিমিটেড দিনাজপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এস, এম, মোস্তফা-ই-কাদের এর নেতৃত্বে একটি শোক র্যালী দিনাজপুর অঞ্চল অফিস থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্থবক অর্পণ করে।