ঢাকাবুধবার , ১৫ আগস্ট ২০১৮
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

অগ্রণী ব্যাংক দিনাজপুর অঞ্চল এর জাতীয় শোক দিবস-২০১৮ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোফাচ্ছিলুল মাজেদ
আগস্ট ১৫, ২০১৮ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষে অগ্রণী ব্যাংক লিমিটেড দিনাজপুর অঞ্চলের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টি অগ্রণী ব্যাংক লিমিটেড এর আঞ্চলিক অফিসে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড দিনাজপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এস, এম, মোস্তফা-ই-কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী লিমিটেড এর সহকারী মহাব্যাবস্থাপক ও মালদহপট্টি শাখা প্রধান মো: এনায়েত হোসেন, আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো: জাহাঙ্গীর কবীর, অগ্রণী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো: হুমাযুন কবীর, অগ্রণী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদে সাধারন সম্পাদক মো: আজগার আলী।
অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) দিনাজপুর অঞ্চল এর সভাপতি মো: আশরাফ আলী মিন্টু’র সভাপতিত্বে ও অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) দিনাজপুর অঞ্চল এর সাধারন সম্পাদক মো: মোকাররম হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মুন্সিপাড়া শাখার ব্যবস্থাপক মো: একরামুল হক, পার্ব্বতীপুর শাখার ব্যবস্থাপক বিশ্বজিৎ রায়, ফুলবাড়ী শাখার ব্যবস্থাপ মো: মাহফুজার রহমান, বীরগঞ্জ শাখার ব্যবস্থাপক সমীর কুমার সরকার, বিরামপুর শাখার ব্যবস্থাপক মো: জাহাঙ্গীর আলম, হাকিমপুর শাখার ব্যবস্থাপক মো: আফতাবুজ্জমান, কমলপুর হাট শাখার ব্যবস্থাপক মো: মাহফুজার রহমান, আমতলী শাখার ব্যবস্থাপক মো: কাজী আব্দুল ফারুক, তাজপুর হাট শাখার ব্যবস্থাপক মো: আশরাফুল আলম সহ দিনাজপুর অঞ্চল (সিবিএ)র কার্যকরী সভাপতি মো: আউয়াল বক্স প্রমূখ।
এর আগে বুধবার সকাল ৯টায় অগ্রণী ব্যাংক লিমিটেড দিনাজপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এস, এম, মোস্তফা-ই-কাদের এর নেতৃত্বে একটি শোক র‌্যালী দিনাজপুর অঞ্চল অফিস থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্থবক অর্পণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।