দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

দেশ অনেকদুর এগিয়েছে, আরও এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্ঠা সরকারকে বেগবান করবে – সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি
মোফাচ্ছিলুল মাজেদ এপ্রিল ১৯, ২০১৮, ১০:০৮ অপরাহ্ণ | পড়া হয়েছে ৮৮৫ বার |

ষ্টাফরিপোটারঃ বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার আছে বলেই দেশে এতগুলো মেডিকেল কলেজের আবির্ভাব। এতে মেধাবী শিক্ষার্থীরা ডাক্তার হতে পারছে আর রোগীরা স্বাস্থ্য সেবা পেয়ে যাচ্ছে একেবারে হাতের মুঠোয়। তিনি আরও বলেন, দেশ অনেকদুর এগিয়েছে, আরও এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্ঠা সরকারকে বেগবান করবে।
১৯ এপ্রিল বৃহস্পতিবার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর প্রাঙ্গণে সন্ধানী কেন্দ্রীয় পরিষদ আয়োজিত ৩৭তম সন্ধানী কেন্দ্রীয় বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
সম্মেলনে উদ্বোধক হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দেশের দ্বিতীয় সর্বোচ্চ সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে পুরস্কৃত হয়েছে। এছাড়াও আইসিইউ ইউনিটে রোগীদের বিশ্বমানের সেবা দিয়ে যাচ্ছে ডাক্তারসহ স্টাফরা। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি ইউনিট চালু করে সফলতার সাথে অপারেশন সম্পন্ন হয়েছে।
উক্ত সম্মেলনে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি শাহ পরান ইসলাম প্রবালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কান্তা রায় রিমি, সাবেক অধ্যক্ষ ডা. কামরুল আহসান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সারোয়ার জাহান, ভারপ্রাপ্ত পরিচালক ডা. আমীর আলী, , দিনাজপুর বিএমএর সভাপতি ডা. এস এম ওয়ারেস আলী সরকার, সাধারন সম্পাদক ডা. বি কে বোস। এছাড়াও বক্তব্য রাখেন সন্ধানী এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর ইউনিটের সভাপতি মুশফিক উল মুকিত, সাধারন সম্পাদক তন্বী প্রমুখ।

এই পাতার আরো খবর -
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৫ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৬ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৬ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়