ঢাকাবুধবার , ১৯ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর প্রেসক্লাবে ব্রীডস্-এর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

দিনাজপুর বার্তা
মে ১৯, ২০২১ ২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদ ও বিচার দাবী করে দিনাজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৮ মে মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারী মানবাধিকার সংস্থা ( ব্রীডস্) দিনাজপুর এর নির্বাহী পরিচালক এস.এম আবুল হাসনাত সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন,গত ৪ এপ্রিল/২১ দিনাজপুর পাবুর্তীপুর উপজেলার আমবাড়ি গ্রামের স্থানীয় বিএনপি নেতা ও সন্ত্রাসীদের গডফাদার প্রভাবশালী মো: লিটন মন্ডলের ফেসবুক আইডি‘তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে অশ্লিল ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়। এ ঘটনায় গত ২২ এপ্রিল/২১ লিটন মন্ডল, গোলাম রব্বানী, মো: মাসুদ, আহাত আলী, মো: আনিসুর ও মো: মোক্তারুলকে আইনের আওতায় আটক এবং বিচার চেয়ে পার্বতীপুর মডেল থানায় অভিযোগ করায় আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার আসাদ ঘটনার তদন্ত করতে আসেন। এসেই দেখেন আসামীরা তার পূর্ব পরিচিত এজন্য তাদের আইডি থেকে ব্যঙ্গচিত্রটি ডিলেট করার পরামর্শ দিয়ে আর্থিক ফায়দা নিয়ে তিনি চলে যান। এব্যাপারে পুলিশ আর কোনো পদক্ষেপই গ্রহন করেনি বরঞ্চ অভিযোগকারীর পরিচয় জানিয়ে দেয়। ফেসবুকে প্রধানমন্ত্রীর ব্যঙ্গচিত্র প্রকাশকারী লিটন মন্ডল এরপর েেথকে এসএম আবুল হাসনাতকে মিথ্যা মামলায় ফাঁসানো ও হত্যা করে লাশগুমের হুমকী দিয়ে বেড়াচ্ছে। তিনি জানান, লিটন মন্ডল প্রভাবশালী হওয়ার কারণে পুলিশকে ম্যানেজ করে এলাকায় নানান ধরনের অপকর্ম চালিয়ে আসছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, অশ্লীল ব্যঙ্গচিত্র প্রকাশের ঘটনা তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দেয়া হোক যাতে করে ভবিষতে কেউ সরকার প্রধান সর্ম্পকে এধরনের ধৃষ্টতা দেখানোর সাহস না পায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।