ঢাকামঙ্গলবার , ২৫ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে বিনম্র শ্রদ্ধায় অধ্যাপক মুনতাসীর মামুনের ৭০তম জন্মদিন পালিত

দিনাজপুর বার্তা
মে ২৫, ২০২১ ৩:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ “দেখা দিক আর বার জন্মের প্রথম শুভক্ষণ… কবিতার এই ক’টি লাইনকে সামনে রেখে ২৪ মে সোমবার হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির হল রুমে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী দিনাজপুরের আয়োজনে বাংলাদেশের ইতিহাস চর্চার দিকপাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার, জন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুনের ৭০তম জন্মদিন কেক কেটে পালিত হয়।
“সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে স্বল্প পরিসরে” বাংলাদেশ ইতিহাস সম্মিলনী দিনাজপুরের সভাপতি ও বাংলাদেশ সোস্যাল ডেভেলপমেন্ট একাডেমী (বিএসডিএ) দিনাজপুরের নির্বাহী পরিচালক ড. আব্দুস ছালাম এর সভাপতিত্বে জন্মদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনী রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর সরকারি মহিলা কলেজের বিভাগীয় প্রধান (ইতিহাস বিভাগ) ছায়েদ আলী, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী দিনাজপুর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল আজাদ জুয়েল, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী দিনাজপুরের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ ও হেমায়েত আলী পাবলিক লাইব্রেরি দিনাজপুরের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন আকতার, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী দিনাজপুর সহ-সভাপতি ও শংকরপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ সোলায়মান সরকার, দিনাজপুর কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু, কোষাধ্যক্ষ ও হেমায়েত আলী পাবলিক হল লাইব্রেরির লাইব্রেরিয়ান মিজানুর রহমান ও সদস্য আব্দুস সালাম তুহিন।
কেক কেটে ৭০তম জন্মদিন পালন অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যাপক মুনতাসির মামুন আমাদের সৃজনশীল চোখকে আলোকিত করেছেন। তিনি ইতিহাস, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, গণহত্যা সম্বন্ধে গবেষণার কাজে আমাদের উৎসাহিত করেছেন যা আগামী প্রজন্মরা এই ইতিহাস চর্চা করবে। তার কর্ম প্রেরণা ও দায়িত্ব আমাদের গবেষণার কাছে আরও উৎসাহিত করবে এই আমাদের কামনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।