দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের পরিবারে অনুদানের টাকা বিতরণ
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ৪, ২০২২, ৭:২১ অপরাহ্ণ | পড়া হয়েছে ৩০৯ বার |

দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নংঃ রাজঃ ২৬৬৮) উদ্যোগে মৃত শ্রমিকদের পরিবারের সদস্য ও মেয়ে/বোনের বিয়ে উপলক্ষে অনুদানের টাকা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) বিকেলে শ্রমিক ইউনিয়নের পুলহাটস্থ (বড়পুর) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের টাকা শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শহর যুবলীগের সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আশরাফুল আলম রমজান, বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী মোঃ আব্দুল আজিজ ও শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন ঝড়–।
জেলা ট্রাক ট্যাংকলরী ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল মালেক মানিক’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান আলম’র সঞ্চালনায় অনুষ্ঠানে শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ সেলিম ফেলো, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান, অর্থ সম্পাদক মোঃ মতিয়ার রহমান মতি, সড়ক সম্পাদক মোঃ তৌহিদুর রহমান তৌহিদ, সহ-সড়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ পারভেজ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ’লালু, প্রচার সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান জিয়া, ক্রীড়া সম্পাদক মোঃ শামীম রেজা, কার্যকরী সদস্য মোঃ মতিয়ার, মোঃ রাহানুর রহমান, মোঃ আব্দুর রহমান বুলু, মোঃ রশিদুল ইসলাম ও মোঃ শহিদ ইসলামসহ শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, শ্রমিক ইউনিয়নের মৃত দুইজন শ্রমিকের পরিবারের সদস্যকে নগদ ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা ও মেয়ে/বোনের বিয়ে উপলক্ষে ১২ জন সদস্যকে নগদ ৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সর্বমোট নগদ ৮০ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়।

এই পাতার আরো খবর -
১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়