ঢাকাসোমবার , ১৩ জুন ২০২২
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

জেলা প্রশাসন ও বিআরটিএ দিনাজপুর সার্কেল এর আয়োজনে গনশুনানী  সড়ক নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত

মোফাচ্ছিলুল মাজেদ
জুন ১৩, ২০২২ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

।।মোঃ ওয়াহেদুর রহমান।।”গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” এই প্ততিপাদ্যকে সামনে রেখে সড়ক দূর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে১৩ জুন সোমবার  জেলা প্রশাসন ও বিআরটিএ দিনাজপুর সার্কেল এর আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গনশুনানী  সড়ক নিরাপত্তা বিষয়ক সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৩জুন সোমবার সকাল ১০ টায় বিআরটিএ দিনাজপুর সার্কেলের উদ্যোগে  জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ (কাঞ্চন-২) এ গণশুনানী অনুষ্ঠিত হয়। উক্ত গনশুনানীতে বিভিন্ন  অভিযোগ, পরামর্শ ও মতামতের ভিত্তিতে কার্যক্রমের উপর বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে বিআরটিএ রংপুর সার্কেলের উপ-পরিচালক ইঞ্জিঃ এটিএম জালাল উদ্দিন বলেন, আমরা যারা রাস্তায় গাড়ি চালাই এবং পথচারী সকলকে আইন-কানুন মেনেই সতর্ক অবস্থায় চলতে হবে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গণশুনানী অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, আমরা যদি নিজেরাই নিজেদের প্রতি যত্নবান ও সজাগ হই তাহলে সড়ক দূর্ঘটনা থেকে রেহাই পেতে পারি। কলেজ এবং স্কুল ছাত্রকে ভালোবেসে  মটর সাইকেল কিনে দেওয়া যাবেনা। এটা অভিভাবদেরকে সবসময় খেয়াল রাখতে হবে।গণশুনানীতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ বারিউল করিম খান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ রেজাউল ইসলাম, চিকিৎসক ডাঃ জুয়েলা আক্তার জুঁই।  গণশুনানী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই  সংগঠনের নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক ও গাড়ি চালক,মটর মালিক সমিতি, সাংবাদিক সহ প্রায় শতাধিক সচেতন নাগরিক।  অনুষ্ঠান শুরুতে  বিআরটিএ দিনাজপুর সার্কেল সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোহাম্মদ মামুনুর রশিদ সকলের হাতে মতামত প্রকাশের ফর্ম তুলে দেন। প্রত্যেকের লিখিত অভিযোগ ও মতামত বিআরটিএ  সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোহাম্মদ মামুনুর রশিদ গুরুত্ব সহকারে খন্ডন করেন।অপরদিকে দিনাজপুর জেলায় ৩২ লাখ মানুষের বসবাস, চলতি বছরের ৬ মাসে জানুয়ারী থেকে জুন সড়ক দূর্ঘটনা হয়েছে ৩৭টি, এ দূর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন ৫৩ জন। গণশুনানীতে অংশগ্রহণকারী ব্যক্তিরা সড়ক দূর্ঘটনার কারণ সম্পর্কে দায়ী করেছেন অদক্ষ গাড়ি চালক ও বেপরোয়া অটো চালকের কারণে। তাই অনেকের মতামত অটো চালকদেরকে প্রশিক্ষণের আওতায় এনে দক্ষ চালক হিসেবে গড়ে তোলার দাবী জানান।বিকাল ৩টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষ (কাঞ্চন-১)  গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সড়ক দূর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে  জেলা প্রশাসন ও বিআরটিএ দিনাজপুর সার্কেল এর আয়োজনে জেলা সড়ক নিরাপত্তা বিষয়ক সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক  খালেদ মোহাম্মদ জাকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসলাম উদ্দিন, সিভিল সার্জন ডাঃ এ এইচ এম্বোরহান-উল- ইসলাম সিদ্দিকী,   উপপরিচালক (ইঞ্জিঃ) বিআরটিএ রংপুর বিভাগ এটি এম জালাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ দিনাজপুর সার্কেল সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ মামুনুর রশীদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোসাদ্দেক হোসেন। অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই সংগঠনের সামিউল আলম জনি, আনোয়ার শাহাদাত মানিক, সুদীপ্ত সাহা ও মাহাবুবুর রহমান সহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ। বক্তারা বলেন, দিনাজপুর শহরে ইজিবাইক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে যানজোট প্রকট আকার ধারন করেছে। প্রশিক্ষন না থাকায় ইজিবাইক চালকরা বে-পরোয়াভাবে চালাচ্ছে। ইজিবাইকের কারনে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। নিজের নিরাপত্তার জন্য মটর সাইকেলে হেলমেট ব্যবহার করার উপর গুরুত্ব দেওয়ার আহবান জানান। দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্ররা জানায়, কলেজের প্রধান ফটকের সামনে অনবরত বাস জ্যাম এর কারনে রাস্তা পারাপারে সমস্যায় পড়তে হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।