ঢাকাসোমবার , ১৯ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে ৪ জুয়াড়ির কারাদণ্ড

দিনাজপুর বার্তা
এপ্রিল ১৯, ২০২১ ১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ঘোড়াঘাট সংবাদদাতা ॥ দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে ৪ জুয়াড়িকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপর দিকে মূলতবী পরোয়ানা মূলে ২ জনকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
পুলিশ জানায়, গত শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ৯৯৯ এ সংবাদের ভিত্তিতে উপজেলার ময়ুরবাগ এলাকা থেকে জুয়া খেলার অপরাধে ৪ জনকে আটক করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের নিকট হাজির করা হলে তাদের প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, ঘোড়াঘাট উপজেলার পশ্চিম নয়াপাড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে শরিফুল ইসলাম (২৭), একই উপজেলার দক্ষিণ নয়াপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে মনির হোসেন (২৬), কাদিমনগর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ফেরদৌস আলী (৩৮) ও জমিলাপুর গ্রামের চান মিয়ার ছেলে দুলু মিয়া (৩৮)। মূলতবী পরোয়ানা মূলে গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পশ্চিমপাড়ার বজলুর রশিদের ছেলে নুরুন্নবী ও নুরপুর গ্রামের মৃত মবারক হোসেনের ছেলে আবু কাউসার।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্ত ও গ্রেপ্তারকৃতদের কে রবিবার (১৮ এপ্রিল) দিনাজপুর আদালত ও কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।