দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ঘোড়াঘাটে লকডাউনে সরকারি বিধি নিষেধ না মানায় দুই ব্যক্তির কারাদন্ড
দিনাজপুর বার্তা জুলাই ১, ২০২১, ৭:৪৯ অপরাহ্ণ | পড়া হয়েছে ৬৪৪ বার |

ঘোড়াঘাট সংবাদদাতা ॥ দিনাজপুর ঘোড়াঘাটে লকডাউনের প্রথম দিন ১ জুলাই বৃহস্পতিবার সরকারি বিধিনিষেধ না মানায় দুই জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম এ আদালত পরিচালনা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সালখুরিয়া কশিগাড়ি গ্রামের আব্দুস ছামাদের ছেলে মাজাহারুল(২৫), অপর জন ঘোড়াঘাট উপজেলার ভাতছালা গ্রামের মৃত রজব আলী ছেলে ফারুক হোসেন (৩৬)। জব্দ করা হয়েছে ব্যাটারি চালিত দুইটি ভ্যান।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম বলেন, করোনা ভাইরাস বিস্তার রোধে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম। এ সময় সহযোগিতা করেন থানা অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, থানা পুলিশ, সেনাবাহিনী, আনসার।

এই পাতার আরো খবর -
২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়