দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
নদী ভাঙন: রাণীংকৈলে শ্মশানসহ রাস্তা রক্ষার দাবি শতাধিক পরিবারের
দিনাজপুর বার্তা জুন ৬, ২০২১, ১:৪০ অপরাহ্ণ | পড়া হয়েছে ৫৪০ বার |

রাণীশংকৈল সংবাদদাতা ॥ গ্রামের নাম প্রয়াগপুর। শতাধিক হিন্দু পরিবার সহ মুসলিম সম্প্রদায়ের বসবাস সেই গ্রামের চাকলার ঘাট এলাকায়। সেই এলাকার মাঝদিয়ে সরকারি কাচারাস্তা। আর শেষ প্রান্তে নদী। নদীর উপরের পাড়ে রয়েছে বিভিন্ন রকমের গাছ-গাছালি আর হচ্ছে চাষাবাদ। দিন ভালোই কাটছিল চাকলার ঘাটের মানুষের। কয়েক বছরে হঠাৎ করেই নদীর গতিপথ পরিবর্তনের কারণে মাথায় হাত পড়েছে এলাকার দিনমজুরসহ কৃষকদের। নদীর গতিপথ পরিবর্তনের ফলে বিপদের মধ্যেই দিন পার করছে এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৭ নং রাতোর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের প্রয়াগপুর গ্রামের সেই চাকলার ঘাট এলাকার পাস দিয়ে বয়ে যাওয়া কুলিক নদীটির নজর পড়েছে ঐ এলাকার শতাধিক হিন্দু পরিবারের উপর। নদী তার আগের অবস্থান পরিবর্তন করে প্রায় ২১০ মিটার এলাকা জুড়ে ভাঙন অব্যাহত আছে। অথচ এর বিপরীতে যে চর জেগে উঠছে, তা অপ্রতুল।
নদীর গতিপথ পরির্তেনের কারণে সেই এলাকার হিন্দু সম্প্রদায়ের শ্মশানঘাট নদীরগর্ভে তলিয়ে গেছে। আর বাকি অংশ এবং সরকারি রাস্তা রক্ষার দাবি এলাকাবাসীর। বর্ষা মৌসুমে এলাকায় আরো নতুন করে ভাঙন দেখা দিতে পারে বলে আশঙ্খা করছে এলাকাবাসী। এতে কৃষি জমির এক বিরাট অংশ, বিভিন্ন গাছসহ বাঁশঝাড় নদীগর্ভে তলিয়ে যাবে।


এলাকাবাসী জানান, আমাদের নদীটির অবস্থান অনেক দুরেই ছিল, কিন্তু ধীরে ধীরে নদীটি এদিকে ভাঙন শুরু করে এই এলাকার দিকে ধেয়ে আসছে। এই মুহুর্তে নদীটির যে কোন একটা ব্যবস্থা না করা হলে হিন্দুদের কয়েকশত ঘর বাড়ি এবং শ্মশানঘাট সহ গাছপালা বিলীন হয়ে যেতে পারে।
রাতোর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, যে হারে নদীটি ভাঙতে শুরু করেছে মনে হচ্ছে আগামী বর্ষা মৌসুমে সেটি এলাকার বাড়ি-ঘর তার গর্ভে নিয়ে যাবে। আমি নদীটি পুনঃখনন করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে শ্মশ্বান, রাস্তাঘাট এবং আবাদী জমিসহ গাছপালা রক্ষার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা বলেন, আমাদের যেটা করণীয় সেটা করব। আর যদি নদী খননের ব্যবস্থা করা যায় কিংবা অন্য কোনো ব্যবস্থা নেওয়া যায় আমরা নেব, আর যদি আামদের কিছু করণীয় থাকে জরুরী ভিত্তিতে সেটাও দেখব। অচিরেই ভাঙন এলাকা সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ঠ দপ্তরকে দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে।

এই পাতার আরো খবর -
২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৯ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৫ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৭ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫৯ অপরাহ্ণ
এশা রাত ৭:১৬ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO