
দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ শ্রীলঙ্কার পেসার চামিরার বাউন্সারে হেলমেটে আঘাত পান মোহাম্মদ সাইফউদ্দিন। দ্রুত রান নিতে গিয়ে ড্রাইভ দেন এই তরুণ অলরাউন্ডার। কিন্তু সফল হতে পারলেন না। উল্টো চোট পেলে তাঁকে নিয়ে আর কোনো ঝুঁকি নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সঙ্গে সঙ্গেই তাঁর কনকাশন সাব হিসেবে দলে সুযোগ হয় তাসকিন আহমেদের। ম্যাচের মাঝপথেই সাইফউদ্দিনকে পাঠানো হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে স্ক্যান করার পর জানা যায়, বড় কিছু হয়নি তাঁর। আপাতত শঙ্কামুক্ত সাইফউদ্দিন। তবে শঙ্কামুক্ত হলেও প্রটোকল অনুযায়ী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে আছেন তরুণ এই অলরাউন্ডার। এমনটাই জানিয়েছেন, বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। দেবাশীষ বলেন, ‘আমরা সাইফউদ্দিনকে পর্যবেক্ষণ করেছি; সে ভালো আছে। আপাতত কোনো সমস্যা নেই। আমরা কাল সকালে আবার পর্যবেক্ষণ করব। তখনই বলা যাবে সে খেলার জন্য ফিট কি না। প্রটোকল অনুযায়ী মাথায় আঘাত লাগলে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়; সে এখন ভালো থাকলেও আমাদের অপেক্ষা করতে হবে।‘ বর্তমানে টিম হোটেলেই আছেন সাইফউদ্দিন। তৃতীয় ম্যাচের দল ঘোষণার আগে তাঁর খোঁজ খবর নিয়েছেন নির্বাচকরা। এ ব্যাপারে বিসিবির চিকিৎসক বলেন, ‘নির্বাচকরা কথা বলেছেন আমার সঙ্গে। ওঁদের বলেছি সাইফ ভালো আছে তবে প্রটোকল অনুযায়ী আমাদের অপেক্ষা করতে হবে। গতকাল রাতেই ২৪ ঘণ্টা শেষ হয়ে গেছে। আজ সকালে আমরা স্পষ্ট বলতে পারব।’ বাংলাদেশের ইনিংসে সময় চামিরার বল মোকাবিলা করার সময় চোট পান সাইফউদ্দিন। পরে কুশল মেন্ডিস তাঁকে রান আউট করে সাজঘরে পাঠান। ৩০ বল খেলে ১১ রান করেছিলেন তিনি। সাইফউদ্দিনের চোটের সেই সুবাদে আরেকটি সুযোগ পান তাসকিন। আগের ম্যাচে সবচেয়ে খরুচে বোলিং করায় একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল তাঁকে।