
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা ॥ পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রউফ নামের ২ বছরে এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৫ জুন শুক্রবার দুপুরে বোদা-পঞ্চগড় মহাসড়কের ভীমপুকুর নামক স্থানে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, নিহত শিশুটির পিতা আইনুল ইসলাম ও বোন আফরোজ বেগম সহ তেঁতুলিয়া উপজেলা হতে একটি ব্যাটারি চালিত অটোগাড়ীতে চিকিৎসার উদ্যেশে বোদায় আসার পথে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি দ্রুতগ্রামী ট্রাক তাদের পিছন দিক থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় অটোগাড়ীতে থাকা ৩ জনই গুরুত্বর আহত হয়। ঘটনাস্থল হতে স্থানীয় লোকজন তাদের বোদা সদর হাসপালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শিশু আব্দুর রউফকে মৃত ঘোষণা করেন। আইনুল ইসলাম ও আফরোজাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অটোগাড়ী চালক মুন্না (২২) কে প্রাথমিক চিকিৎসা প্রদান করা ছেড়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হওয়ার বিষয়টি চিশ্চিত করেছেন।