বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় জনপ্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা বহস্পতিবার নবাবগঞ্জ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বোদা উপজেলা ইউ’পি সদস্য ঐক্য পরিষদের আয়োজনে ময়দানদিঘী ইউ’পি চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম সুজন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুল কাদের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোকলেছার রহমান জিল্লুর, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষীর রানী বর্মন, পৌর মেয়র আলহাজ¦ আজহার আলী প্রমুখ। এ সময় উপজেলার দশটি ইউনিয়নের ইউপি সদস্যরা ও পৌরসভার কাউন্সিলর গণ উপস্থিত ছিলেন।