ঢাকাবৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দশমাইলে মিডল্যান্ড ব্যাংকের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধাদের করোনা সামগ্রী বিতরন

মোফাচ্ছিলুল মাজেদ
ডিসেম্বর ৩০, ২০২১ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

ষ্টাফ রিপোটারঃ দেশে মহামারী সমাপ্ত হয়নি বরং করোনা নতুন ধরন সৃষ্টি হয়েছে। তাই করোনা সামগ্রী ব্যবহার জরুরী হয়ে পড়েছে। তারই ধারাবাহিকতায় মিডল্যান্ড ব্যাংক প্রোগ্রামের আওতায় প্রতিবারের মত করোনা সামগ্রী স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরন করে আসছে। উল্লেখ্য যে ২৯ ডিসেম্বর ২০১৯ ইং তারিখে দশমাইল শাখার প্রতিষ্ঠা লাভ করে। স্থাপনের পর থেকেই এই শাখার উদ্যোগে জনগনের মাঝে বিভিন্ন সহায়তা দিয়ে আসছেন, তা হল দুঃস্থ পরিবারের কিশোরী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল প্রদান, শীতবন্ত্র বিতরন ইত্যাদি।
গত ২৯শে ডিসেম্বর/২১ ইং তারিখে দিনাজপুর কাহারোল উপজেলার দশমাইলস্থ মিডল্যান্ড ব্যাংকের শাখা কার্যালয়ে বিকাল ৪ ঘটিকার সময় কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়ন ও দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের ৮জন বীরমুক্তিযোদ্ধাদেরকে করোনার স্বাস্থ্য সামগ্রী উপহার সহ দশমাইল শাখার মিডল্যান্ড ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা প্রোগ্রামের আওতায় ১৩২ টি পরিবারকে স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী বিতরন করা হয়। এ বছর গরীব-দুঃস্থ পরিবারে মাঝে ৩০০টি শীতবস্ত্র বিতরন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন মিডল্যান্ড ব্যাংক দশমাইল শাখা ব্যবস্থাপক মোঃ আহসানুল আলম,সহ-ব্যবস্থাপক সুজিৎ কুমার রায়, বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, তাজির উদ্দিন আহম্মেদ সহ ব্যাংক শাখার সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।