ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দেশ গঠনে দিনাজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

মোফাচ্ছিলুল মাজেদ
অক্টোবর ১৯, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ষ্টাফ রিপোটার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচী পালন করেন দিনাজপুর জেলা বিএনপির রাজপথের সৈনিক সদর আসনের মনোনয়ন প্রত্যাশী বখতিয়ার আহমেদ কচি ।

১৯ অক্টোবর রবিবার সন্ধ্যায় দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড, টেকনিক্যাল মোড়, সদর হাসপাতাল মোড়, ইসলামী ব্যাংক হাসপাতালসহ বিভিন্ন এলাকায় বিএনপি’র নেতাকর্মীদেরকে নিয়ে এই লিফলেট বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক বাবু চৌধুরী, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা যুবদলের সাবেক সভাপতি মোন্নাফ মুকুল, কৃষক দলের সদস্য সচিব মজিবর রহমান মজিদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেলসহ স্থানীয় বিএনপি’র নেতাকর্মীসহ জেলা বিএনপি, পৌর ও কোতোয়ালি বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ শেষে ফুলবাড়ী বাসস্ট্যান্ডে একটি পথসভায় জেলা বিএনপির রাজপথের সৈনিক বখতিয়ার আহমেদ কচি বলেন, দেশ গঠনে তারেক রহমান ৩১ দফা কর্মসূচির নির্দেশনা দিয়েছেন। আমরা সেই ৩১ দফা সকলের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করছি। আগামী নির্বাচনে ধানের শীষ তথা দিনাজপুর সদর-৩ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকে দোয়াপ্রার্থী। দল যদি আমাকে নমিনেশন দেয় অবশ্যই দিনাজপুর সদর-৩ আসন থেকে জয় উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।

তাই সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় এই নেতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।