
দিনাজপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে এ পর্যন্ত জামায়াতের ৬ জনসহ
স্বতন্ত্র প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে জামায়াতে ইসলামীর ৬জন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তা ও দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জামায়াতে ইসলামীর মনোনয়ন সংগ্রহকারি ৬ জন প্রার্থী হলেন-১ আসনে মতিউর রহমান, দিনাজপুর-২ আসনে অধ্যক্ষ একেএম আফজালুর আনাম, দিনাজপুর-৩ (সদর) আসনে এ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর-৪ আসনে আফতাব উদ্দীন মোল্লা, দিনাজপুর-৫ আসনে মোঃ আনোয়ার হোসেন ও দিনাজপুর-৬ আসনে মোঃ আনারুল ইসলাম।
এদিকে দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
দিনাজপুর-১ (বীরগঞ্জ কাহারোল) আসনে এ পর্যন্ত ৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। তারা হলেন-মোঃ চান মিয়া, (ইসলামী আন্দোলন বাংলাদেশ), রঞ্জিত মুরমু (স্বতন্ত্র), আমার জাকির হোসেন (স্বতন্ত্র), মনজুরুল ইসলাম (বিএনপি), রঘুনাথচন্দ্র রায় (জাকের পার্টি) ও সত্যজিৎ কুমার কুন্ডু (স্বতন্ত্র)।
দিনাজপুর-২(বিরল-বোচাগঞ্জ) আসনে ৭জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন-আ ন ম বজলুর রশিদ (স্বতন্ত্র), চৌধুরী জীবন (স্বতন্ত্র),মোজাহারুল ইসলাম (স্বতন্ত্র), মোকাররম হোসেন (স্বতন্ত্র), মোঃ ইসমাইল হোসেন (বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি-এনসিপি), মোঃ সাদিক রিয়াজ (বিএনপি), মোঃ জুলফিকার হোসেন (জাতীয় পার্টি) ও তাফসির হাসান (জাতীয় নাগরিক পার্টি-এনসিপি)।
দিনাজপুর-৩ (সদর) আসনে ৫ প্রার্থী মনোনয়নপত্র স্যগ্রহ করেছেন। তারা হলেন-বেগম খালেদা জিয়া (বিএনপি), এএফএম মিজানুর রহমান চৌধুরী (স্বতন্ত্র), মুহাম্মদ খায়রুজ্জামান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আহম্মেদ শফি রুবেল (জাতীয় পার্টি) ও কিবরিয়া হোসেন (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ)।
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে মোঃ আখতকরুজ্জামান মিয়া (বিএনপি)।
দিনাজপুর-৫ (পার্বতীপুর-খানসামা) আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন-মোঃ রুস্তম আলী (স্বতন্ত্র), কাজী মোঃ আব্দুল গফুর (ম্বতন্ত্র), মোঃ আব্দুল আহাদ (জাতীয় নাগরিক পার্টি-এনসিপি), মোঃ হযরত আলী বেলাল (স্বতন্ত্র), এসএম জাকারিয়া বাচ্চু (বিএনপি) ও একেএম কামরুজ্জামান (বিএনপি)।
দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনে এ পর্যন্ত ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন-মোঃ আব্দুল হাকিম বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ), ডা. আবু জাফর মোঃ জাহিদ হোসেন (বিএনপি), মোঃ শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ (স্বতন্ত্র) ও মোঃ আব্দুল হক (আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি)।
