ঢাকাবৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে ছয়টি আসনে জামায়াতের ৬ জনসহ ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

মোফাচ্ছিলুল মাজেদ
ডিসেম্বর ২৫, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে এ পর্যন্ত জামায়াতের ৬ জনসহ
স্বতন্ত্র প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে জামায়াতে ইসলামীর ৬জন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তা ও দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জামায়াতে ইসলামীর মনোনয়ন সংগ্রহকারি ৬ জন প্রার্থী হলেন-১ আসনে মতিউর রহমান, দিনাজপুর-২ আসনে অধ্যক্ষ একেএম আফজালুর আনাম, দিনাজপুর-৩ (সদর) আসনে এ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর-৪ আসনে আফতাব উদ্দীন মোল্লা, দিনাজপুর-৫ আসনে মোঃ আনোয়ার হোসেন ও দিনাজপুর-৬ আসনে মোঃ আনারুল ইসলাম।

এদিকে দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

দিনাজপুর-১ (বীরগঞ্জ কাহারোল) আসনে এ পর্যন্ত ৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। তারা হলেন-মোঃ চান মিয়া, (ইসলামী আন্দোলন বাংলাদেশ), রঞ্জিত মুরমু (স্বতন্ত্র), আমার জাকির হোসেন (স্বতন্ত্র), মনজুরুল ইসলাম (বিএনপি), রঘুনাথচন্দ্র রায় (জাকের পার্টি) ও সত্যজিৎ কুমার কুন্ডু (স্বতন্ত্র)।

দিনাজপুর-২(বিরল-বোচাগঞ্জ) আসনে ৭জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন-আ ন ম বজলুর রশিদ (স্বতন্ত্র), চৌধুরী জীবন (স্বতন্ত্র),মোজাহারুল ইসলাম (স্বতন্ত্র), মোকাররম হোসেন (স্বতন্ত্র), মোঃ ইসমাইল হোসেন (বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি-এনসিপি), মোঃ সাদিক রিয়াজ (বিএনপি), মোঃ জুলফিকার হোসেন (জাতীয় পার্টি) ও তাফসির হাসান (জাতীয় নাগরিক পার্টি-এনসিপি)।

দিনাজপুর-৩ (সদর) আসনে ৫ প্রার্থী মনোনয়নপত্র স্যগ্রহ করেছেন। তারা হলেন-বেগম খালেদা জিয়া (বিএনপি), এএফএম মিজানুর রহমান চৌধুরী (স্বতন্ত্র), মুহাম্মদ খায়রুজ্জামান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আহম্মেদ শফি রুবেল (জাতীয় পার্টি) ও কিবরিয়া হোসেন (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ)।

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে মোঃ আখতকরুজ্জামান মিয়া (বিএনপি)।

দিনাজপুর-৫ (পার্বতীপুর-খানসামা) আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন-মোঃ রুস্তম আলী (স্বতন্ত্র), কাজী মোঃ আব্দুল গফুর (ম্বতন্ত্র), মোঃ আব্দুল আহাদ (জাতীয় নাগরিক পার্টি-এনসিপি), মোঃ হযরত আলী বেলাল (স্বতন্ত্র), এসএম জাকারিয়া বাচ্চু (বিএনপি) ও একেএম কামরুজ্জামান (বিএনপি)।

দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনে এ পর্যন্ত ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন-মোঃ আব্দুল হাকিম বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ), ডা. আবু জাফর মোঃ জাহিদ হোসেন (বিএনপি), মোঃ শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ (স্বতন্ত্র) ও মোঃ আব্দুল হক (আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।