ঢাকাশনিবার , ২৯ জুলাই ২০১৭
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ৩ দিনের সরকারী সফরে রোববার দিনাজপুরে আসছেন

মোফাচ্ছিলুল মাজেদ
জুলাই ২৯, ২০১৭ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

এম. মাজেদ :-

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ৩ দিনের সরকারী সফরে রোববার দিনাজপুরে আসছেন।

তিনি রোববার ভোর ৬টা ২০ মিনিটে সংসদ ভবনের বাংলো বি-৩ ভবন থেকে হযরত শাহজালাল (র:) বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল (র:) বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দিবেন। সকাল ৮টা ২০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে রওনা হয়ে নিজ বাসভবনের ৯টা ৩০ মিনিটে উপস্থিত হবেন।

দুপুর ১১টায় উপজেলা পরিষদে মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে কম্পিউটার বিতরণ করে দুপুর ১টায় নিজ বাসভবনে উপস্থিত হবেন। বিকেল ৪টায় শিশু একাডেমি মিলনায়তনে মতবিনিময় সভায় যোগদান করে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাসভবনে উপস্থিত ও যাত্রী যাপন করবেন। তিনি সোমবার সকাল ১০টায় আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভা যোগ দান, বিকাল ৫টায় নাজমা রহিম ফাউন্ডেশনে শহর মহিলা আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি/ সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময়, সন্ধ্যা ৬টায় নাজমা রহিম ফাউন্ডেশনে শহর যুব মহিলা আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি/ সাধারণ সম্পাদকের সাথে মতবিনিম, সন্ধ্যা ৮টায় বাসুনিয়াপট্টি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন। তিনি মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে নিজ বাসভবন থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।