দিনাজপুর বার্তা২৪.কম : ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০১৮ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
৬ মার্চ মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় “সময় এখন নারীরঃ উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবীরা” এই শ্লোগানকে সামনে রেখে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোর্শেদ আলম এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন দিনাজপুর নাগরিক উদ্যোগের সভাপতি আবুল কালাম আজাদ, শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা, অঞ্জলী বুটিকস্ এর স্বত্ত্বাধিকারী সম্পা দাস মৌ, উষা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নূর ছাবা হোসেন, পল্লীশ্রী’র শাহানাজ পারভীন, এডাব জেলা সভাপতি মোজাফ্ফর হোসেন, এমবিএসকের মলি বেগম, শহর মহিলা আওয়ামীলীগের আহবায়িকা খ্রিষ্টিনা লাভলী দাস, মুন্সিপাড়া দুঃস্থ্য নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শামীমা রহমান ইভা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, নারীর ভূমিকা সমাজ-সভ্যতার অগ্রযাত্রার ইতিহাসে সমান্তরাল। মানুষ হিসেবে একজন নারী পরিপূর্ণ অধিকারের দাবীতে সুদীর্ঘ কাল থেকে যে আন্দোলন চালিয়ে আসছে তারই সম্মান স্বরূপ পালিত হয় নারী দিবস। বক্তারা বলেন, বিভিন্ন ক্ষেত্রে নারীর অগ্রগতি হলেও এখনো বিভিন্ন ক্ষেত্রে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। আন্তর্জাতিক নারী দিবসে আমাদের অঙ্গীকার হউক কোন নারী যেন কোন ভাবেই নির্যাতিত না হয়।