স্টাফ রিপোর্টার॥ নিমতলা মন্দিরে ২য় বার অনুষ্ঠিত শ্রী শ্রী বাসন্তী দূর্গাপুজায় ভৈরবী সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীরা ভজন পরিবেশন করে ভক্তদের মাতিয়ে তুলেছে। ৫ দিন ব্যাপী নিমতলা মন্দিরে শ্রী শ্রী বাসন্তী দূর্গাপুজায় দর্শনাথী ভক্তদের অগমন ঘটছে। আজ মহাষ্টমী,মহানবমী,সন্ধি পুজা অনুষ্ঠিত হবে। শ্রী শ্রী বাসন্তী দূর্গাপুজাকে আরো প্রানবন্ত করতে মন্দির কমিটি প্রতিদিন রাত ৮ টায় ভৈরবী সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীরা ভজন পরিবেশন করছে। ভজন পরিবেশনের সময় ভক্তদের সাথে উপস্থিত ছিলেন প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন,সাংগঠনিক সম্পাদক মানিক বসাক,নিমতলা মন্দিরের সাধারন সম্পাদক খোকন কুমার দাস,সহ-সভাপতি সুবীর চক্রবর্তী,কমল দত্ত। ভজন অনুষ্ঠানের উদ্ধোধন করেন নিমতলা মন্দিরের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু। ভৈরবী সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সভাপতি সুনীল মজুমদার,পরিচালক মোঃ রহমত উল্লাহ’র নেতৃত্বে মাধুরী চক্রবর্তী,দুলাল বসাক,নিতাই রায়,গুলশান আরা,মনোরঞ্জন মহন্ত,গীতা রায়,শুভ লক্ষী ঘোষ,বাবুল,ছন্দাচক্রবর্তী,আহসান হাবীব সাজু ও তবলায় নবদ্বীপ বর্মন ভক্তদের মাঝে ভজন ও ধর্মীয় সঙ্গীত পরিবেশন করে মন জয় করে। শ্রী শ্রী বাসন্তী দূর্গাপুজা আগামী মঙ্গলবার বিসর্জন করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে।