দিনাজপুর : দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আন্তঃ উপজেলা কাবাডি প্রতিযোগিতা-২০১৮ এর উদ্বোধন করা হয়েছে।
২৯ মার্চ বৃহস্পতিবার জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় স্পোর্টস ভিলেজ মাঠে উক্ত কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
উদ্বোধনী খেলায় প্রতিযোগিতা করেন ফুলবাড়ী বনাম পার্বতীপুর উপজেলা। নির্ধারিত সময়ের খেলায় ৫২-৩২ পয়েন্টে পার্বতীপুর উপজেলাকে হারিয়ে বিজয়ী হয় ফুলাবাড়ী উপজেলা।
পুলিশ সুপার মো. হামিদুল আলম বিপিএম এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আবু নঈম আব্দুছ ছবুর, চেম্বার অব কামার্সের সভাপতি রেজা হুমায়ুন ফারুক শামীম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার।
এছাড়ও অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মাহফুজ্জামান আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোহা. কাজেম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (সদর) মো. জামিল আখতারসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।