স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর সংবাদপত্র হকার্স ইউনিয়নের যুগ্ম সম্পাদক, পত্রিকা ও পুস্তক বিক্রেতা রুবেল সরকারের পিতা এবং হক পত্রিকা এজেন্সি এন্ড লাইব্রেরীর সত্ত্বাধিকারী আমিনুল হকের বড় দুলাভাই মোঃ অহেদ মিয়া ৫ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪টায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ এশা দিনাজপুর ষ্টেশন রোড ভিস্তিয়ানী জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে ফরিদপুর গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। মরহুমের নামাজে জানাযা ও দাফনকার্যে শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ তিনি ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভূগছিলেন। সর্বশেষ গত ৩১ মার্চ তাকে প্রথমে দিনাজপুর জেনারেল হাসপাতাল ও পরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন তার বাকশক্তি বন্ধ থাকার পর বৃহস্পতিবার ইন্তেকাল করেন।