দিনাজপুর বার্তা২৪.কম : দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০১৮ এর উদ্বোধন করা হয়েছে।
১৩ এপ্রিল শুক্রবার জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় স্পোর্টস ভিলেজ মাঠে উক্ত কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব মোঃ মজিদ আলী.বিপিএম, এ্যাডিশনাল ডিআইজি (ক্রইম এন্ড অপস্) বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ।
উদ্বোধনী খেলায় প্রতিযোগিতা করেন দিনাজপুর বনাম পঞ্চগড় জেলা। উদ্বোধনী খেলায় ৫০-০৯
পয়েন্টে পঞ্চগড় জেলাকে হারিয়ে বিজয়ী হয় দিনাজপুর জেলা।
পুলিশ সুপার মো. হামিদুল আলম বিপিএম এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আবু নঈম আব্দুছ ছবুর মোঃ আনোয়ারুল ইসলাম,
চেম্বার অব কামার্সের সিনিয়র সহসভাপতি, এছাড়ও অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মাহফুজ্জামান আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহা. কাজেম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (সদর) মো. জামিল আখতারসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, আমাদের হারিয়ে যাওয়া কাবাডি খেলাকে আবার জাগিয়ে তুলতে হবে। পাশাপাশি এই কাবাডি খেলা যেন জনপ্রিয়তা অর্জন করে সেজন্য এই খেলা অব্যাহত রাখতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. হামিদুল আলম,বিপিএম।