দিনাজপুর প্রতিনিধি:
হিলি সীমান্ত এলাকায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে আহত এক মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে সাড়ে ৫ শত বোতন আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ও একটি চাইনিচ কুড়াল জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার ভোর রাতে হিলি’র দক্ষিন বাসুদেবপুর গ্রামের মাঠপাড়ায় পরিত্যাক্ত ইউনিয়ন পরিষদ ভবনের পিছনে মাদক ব্যবসায়ী আলাউদ্দিন তার দলের সাথে পুলিশের বন্দুক যুদ্ধ হয়। অন্যান্যরা পালিয়ে গেলেও আলাউদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করে তাকে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ সময় পুলিশ সাড়ে ৫ শত বোতন ফেন্সিডিল ও একটি চাইনিচ কুড়াল জব্দ করে।
আহত আলাউদ্দিন সীমান্ত ঘেষা হিলি’র দক্ষিন বাসুদেবপুর গ্রামের মৃত্যু আফতাব মন্ডলের ছেলে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।