ঢাকাসোমবার , ২১ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে ২য় পর্যায়ে ভূমি-গৃহহীন পরিবারকে ঘরের চাবি ও জমির কাগজ হস্তান্তর

দিনাজপুর বার্তা
জুন ২১, ২০২১ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় সংবাদদাতা ॥ “আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার”- প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব শতবর্ষের দ্বিতীয় পর্যায়ে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৭টি ইউনিয়নের ১৩৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকা ঘরের চাবি ও জমির কাগজ হস্তান্তর করা হয়েছে। বাংলাবান্ধা ইউনিয়নে ১২টি, তিরনইহাট ইউনিয়নে ৩৪টি, তেঁতুলিয়া ইউনিয়নে ৩৯টি, সালবাহান ইউনিয়নে ১১টি, বুড়াবুড়ি ইউনিয়নে ১৮টি, ভজনপুর ইউনিয়নে ১১টি ও দেবনগড় ইউনিয়নে ১০টি।
২০ জুন রোববার সকাল ১১ টায় উপজেলা ডাকবাংলোর বেরং কমপ্লেক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচী উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিহীন ও গৃহহীনদের নতুন পাকা ঘরের চাবি ও জমির কাগজ তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারী সেটেলমেন্ট অফিসার মফিজুর রহমান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ঠিকাদার, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সুবিধাভোগী পরিবারের লোকজনসহ সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য ২৩ জানুয়ারি ২০২১ প্রথম ধাপে তেঁতুলিয়া উপজেলায় ১৪২ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির কাগজ ও নতুন পাকা ঘরের চাবি হস্তান্তর করা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।