মোঃ একরামুল হক মুন্না, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার প্রাণি সম্পদ অফিস প্রাঙ্গনে এক অলৌকিক বাচ্চা জন্ম দিয়েছে গাভী। আজ মঙ্গলবার ৯ অক্টোবর সকাল ১০:৩০ ঘটিকার সময় সফল সিজারের মাধ্যমে ৬ পা ও দুই মাথা সহ এক গাভীর বাচ্চা জন্ম নিয়েছে।
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মহনঝাড় গ্রামের মোঃ তোহিদুল ইসলামের গাভীর আজ সকাল ৬:০০ ঘটিকার সময় প্রসব বেদনা উঠে এই সময় তিনি প্রথমে গ্রামের পল্লী পশু চিকিৎসক বলে পরিচিত ঐ এলাকার মোঃ সুমন ও মোঃ মিজানুর রহমান (সবুজ) এর সাহায্য নেন। এই দুই পশু চিকিৎসক প্রথমে গাভীটিকে গর্ভপাত করার চেষ্টা করে। এমতাবস্থায় গাভীর অবস্থা চরম অবনতি হলে গাভীর মালিক গাভীটিকে পঞ্চগড় সদর প্রাণি সম্পদ অফিসে নিয়ে আসে।
এদিকে উপজেলা প্রাণি সম্পদ অফিসার ও ভেটেরিনারি সার্জেন এর সমন্বয়ে গাভীটিকে সিজার করলে এই অলৌকিক গাভীর বাচ্চা মৃত অবস্থায় জন্ম নিয়েছে। পঞ্চগড় সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসার ও ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মোজাম্মেল হক জানিয়েছেন গাভিটিকে প্রাথমিক চিকিৎসায় পল্লী চিকিৎসকরা এর জরায়ু ছিড়ে ফেলেছে। ফলে গাভীটিকে সিজার করা হয়েছে এবং ইতিপূর্বেও আমরা এরকম গাভীর সিজারে সফল হয়েছি। গাভীটির অবস্থা এখন ভালো।