ঢাকাশনিবার , ২৪ নভেম্বর ২০১৮
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

ইউনিটি ফর এনজিও’স দিনাজপুর জেলার নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

মোফাচ্ছিলুল মাজেদ
নভেম্বর ২৪, ২০১৮ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ ২৪ নভেম্বর শনিবার দিনাজপুর প্রাইম কনভেনশন সেন্টারে জেলায় কর্মরত এনজিওদের শীর্ষ সংগঠন ইউনিটি ফর এনজিও’স দিনাজপুর জেলার নির্বাহী পরিষদের সভা, সংগঠনের সভাপতি ও এনডিএফ পরিচালক ভিকটর লাকড়ার সভাপতিত্বে সম্পন্ন হয়েছে। সভাটি সঞ্চালনা করেন ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ শাহাদৎ হোসেন শাহ্। আমন্ত্রীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্টিফেন মুর্মু, দিনাজপুর চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোঃ মোস্তফা কামাল। ইউনিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও কারিতাস আঞ্চলিক পরিচালক যোগেন জুলিয়ান বেসরা, সহ-সভাপতি ও জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ মহসিন আলী, সহ-সভাপতি ও আরডিআরএস দিনাজপুরের প্রজেক্ট ম্যানেজার মলয় কুমার গোস্বামী, যুগ্ম সাধারণ সম্পাদক ও অনুঘটক সংস্থার নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম বাবলু, পল্লীশ্রী’র প্রোগ্রাম ম্যানেজার ও যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ সামসুন্নাহার, সংগঠনের ট্রেজারার বাবু ধর্ম নারায়ন বিশ্বাস, সমাজকল্যাণ সম্পাদক এনোস সরেন, প্রচার সম্পাদক-১ আবু সালেহ কবীর, প্রচার সম্পাদক-২ বিলকিস বেগম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, এডাব সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন, প্রতিবন্ধী বিদ্যালয় বালুবাড়ীর সাধারণ সম্পাদক বিলকিস আরা ফয়েজ, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, এসসিডিএফ এর নির্বাহী পরিচালক সেলিনা হক, পল্লীশ্রী’র প্রোগ্রাম ম্যানেজার সামসুন্নাহার, বেইস মিতালীর এরিয়া ম্যানেজার আব্দুল মান্নান, ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এপিসি ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মন, ডিসি বিরামপুর এর নির্বাহী পরিচালক হাফিজুর রহমান, উদ্যোগ সংস্থার নির্বাহী পরিচালক উম্মে নেহার, এসআইডিপি’র নির্বাহী পরিচালক মোঃ আফসার আলী, গ্রাম উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফরিদা বেগম, এনজিও ফোরামের আঞ্চলিক ম্যানেজার মোঃ রশিদুল হক নাসিম, বিবিডিএস এর নির্বাহী পরিচালক ডিএসএম জিল্লুর রহমান, অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল শাহ্ নেওয়াজসহ বিভিন্ন এনজিও নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে ভিকটর লাকড়া বলেন, ইউনিটি ফর এনজিও’স দিনাজপুর জেলায় কর্মরত সকল এনজিওদের শীর্ষ সংগঠন। এর কার্যক্রমকে আরো বেশী বেশী করে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। ইউনিটির উদ্দেশ্যগুলি যদি বাস্তবায়িত হয়, তাহলে দিনাজপুর জেলা একটি মডেল জেলায় রুপান্তরিত হবে। সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকমুক্ত জেলা গড়তে ইউনিটিকে আরো বেশি কার্যকর করতে হবে। সভায় আগামী ২০১৯ সালের মার্চ মাসে ইউনিটির সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।