
দিনাজপুর বার্তা২৪.কম :- দৈনিক কালের কন্ঠ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি ও স্থানীয় দৈনিক পত্রালাপ এর বার্তা সম্পাদক এমদাদুল হক মিলনের মাতা আনোয়ারা বেগম ২৭ মার্চ ২০২০ শুক্রবার রাত আনুমানিক পৌনে ৮ টায় উপশহরের মিস্ত্রীপাড়াস্থ নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
এদিকে আনোয়ারা বেগম এর মৃত্যুর খবর শুনে ওই রাতে তার উপশহরের মিস্ত্রিপাড়াস্থ নিজ বাসভবন যান দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় তিনি শোক সন্তপ্ত এমদাদুল হক মিলনকে শান্তনা দেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আনোয়ারা বেগম মৃতুকালে স্বামী, ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
২৮ মার্চ ২০২০ শনিবার সকাল ১০ টায় উপশহরস্থ মিস্ত্রিপাড়া জামে মসজিদ মাঠে মরহুমার জানাজা শেষে ফরিদপুর গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হবে। জানাজা ও দাফন কাজে সকলকে অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।