ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে পুরো নয়, সেমিলকডাউন

মোফাচ্ছিলুল মাজেদ
এপ্রিল ১২, ২০২০ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম :- করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাইরে বের না হওয়া, যান চলাচল না করার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দিনাজপুর জেলা প্রশাসন। গত শনিবার রাতে জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তবে প্রশাসন বলছে, এটি লকডাউন না; সেমিলকডাউন বা মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা। পরের পদক্ষেপ হবে লকডাউন। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিনাজপুরে সব ধরনের যানবাহনের প্রবেশ ও বের হওয়া বন্ধ থাকবে। অতি প্রয়োজনে রিকশায় একজনের বেশি যাত্রী এবং মোটরসাইকেলে চালক ছাড়া আর কোনো আরোহী থাকতে পারবে না। এ ছাড়া সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘরের বাইরে যেতে মানা। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচলও সীমিত করা হয়েছে। এই আদেশে জরুরি সেবাকাজে নিয়োজিত কর্মী ও যানবাহন চলাচলের ক্ষেত্রে শিথিল থাকবে বলে বলা হয়েছে। তবে অন্যান্যের চলাচল নিয়ন্ত্রণ করতে জেলার সব প্রবেশ ও বহির্গমন স্থানে তল্লাশিচৌকি বসানো হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) সানিউল ফেরদৌস বলেন, ‘বিষয়টি আসলে লকডাউন না। সেমিলকডাউন বা মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা। পরের পদক্ষেপ হবে লকডাউন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।