ঢাকারবিবার , ১০ মে ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

করোনায় চিকিৎসক দান করলেন বিবাহ বার্ষিকী উদযাপনের টাকা

মোফাচ্ছিলুল মাজেদ
মে ১০, ২০২০ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি : ডা. দুলাল চন্দ্র রায়। দিনাজপুর শহরের মানুষ সাধারণত যাকে চেনেন ডায়াবেটিক চিকিৎসক ডা. ডি সি রায় হিসেবে। রুগীদের কাছে তার জনপ্রিয়তা একজন ডাক্তারের চেয়ে্ও বেশি একজন ভালোমনের মানুষ হিসেবে। দেশের এই করোনা সংকট কালেও তিনি চেষ্টা করছেন ডায়াবেটিস রোগীদের সাধ্যমতো চিকিৎসা সেবা প্রদান করতে। এরই ধারাবহিকতায় তিনি তৈরী করলেন এক অনণ্য উদাহরণ। নিজের বিবাহ বার্ষিকী উদযাপনের টাকা দান করলেন দিনাজপুর জেলা প্রশাসকের ত্রাণ কার্যক্রমে।

আজ রবিবার দুপুরে ডা. ডি সি রায় দিনাজপুরে জেলা প্রশাসক মো: মাহমুদুল আলম এর হাতে তুলে দেন তার বিবাহ বার্ষিকীতে খরচের ১০ হাজার ১ টাকা। এসময় তিনি বলেন, প্রতি বছর বিবাহ বার্ষিকীর  এইদিনটিতে পরিবার ও আত্নীদের সাথে নিয়ে ঘটা করে পালন করা হয়। বিশ্বব্যাপী করোনা সংকটের কারণে এ বছর সেরকম কোন আয়োজন থাকছে না। পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেই, এবছর এই টাকা করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য ব্যায় করা হবে। যেহেতু দিনাজপুরের জেলা প্রশাসক অত্যন্ত আন্তরিক ভাবে এই সংকটময় মূহুর্তে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমি আনন্দিত তার হতে এই আর্থিক সহায়তা প্রদান করতে পেরে।

দিনাজিপুরের  জেলা প্রশাসক মো: মাহমুদুল আলম বলেন, আমরা বিভিন্ন সময়ে জন্মদিন, বিবাহ বার্ষিকী সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানে প্রচুর অর্থ ব্যায় করে থাকি। দেশের এই সংকটময় মূহুর্তে ডা. ডি সি রায় এই আর্থিক সহায়তা প্রদান করে উদাহরণ তৈরী করলেন। তাকে দেখে সমাজের সামর্থবানরা দুস্থদের সহায়তায় এগিয়ে আসবেন বলে আমি মনে করি।

ডা. ডি সি রায় দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালে দীঘ ১৫ বছর যাবৎ অত্যন্ত সুনামের সহিত ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবা প্রদান করে আসছেন। এর পাশাপাশি তিনি গত ১২ বৎসর যাবত প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার বীরগঞ্জ উপজেলায় তার নিজ বাসভবনে এলাকার দুঃস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ইনসুলিন প্রদান করে আসছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।