
মাহিদুল ইসলাম রিপন : মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এর ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় এক নতুন অধ্যয়। মহামান্য সুপ্রিম কোর্ট এর প্রচেষ্টা এবং বর্তমান সরকারে সুনামধন্য অগ্রযাত্রায় চালু হয়েছে দেশে ভার্চুয়াল কোর্ট ও কেস ম্যানেজমেন্ট সিস্টেম। তারই ধারাবাহিকতায় শুরু হলো বিচার বিভাগ দিনাজপুরের ভার্চুয়াল ।
অদ্য দিনাজপুর জেলা জজ আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে মোট ২৫টি মামলার জামিনের আবেদন দায়ের হয়। দিনাজপুরের সুযোগ্য জেলা ও দায়রা জজ জনাব মো: আজিজ আহমদ ভূঞা মহোদয়ের উপস্থিতিতে ০৮টি মামলা ভার্চুয়াল/ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানী হয়।
অন্যদিকে দিনাজপুর জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে ৮০টি আবেদন দায়ের হয়।
মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আয়েজ উদ্দিন মহোদয়ের উপস্থিত ও সদয় সম্মতিক্রমে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো: ইসমাইল হোসাইন ২৬টি মামলার ভার্চুয়াল/ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানী করেন।
বর্তমান সরকারের ডিজিটাল কার্যক্রমের অগ্রগতি বিষয়ে বিচার প্রার্থী জনগণ স্বাগতম জানান।