
স্টাফ রিপোর্টার :-
নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে দিনাজপুরে দিনব্যাপী অনুষ্ঠিত হলো মিডিয়া মোবিলাইজেশন।
১২ অক্টোবর সোমবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ব্র্যাক এর আয়োজনে ও রংপুর মিঠাপুকুর পায়রাবন্দ আদর্শ মানব উন্নয়ন সংস্থার সহযোগিতায় দিনব্যাপী উক্ত মিডিয়া মোবিলাইজেশন অনুষ্ঠিত হয়।
ব্র্যাক এর রংপুর বিভাগীয় ম্যানেজার (জেন্ডার, জাস্টিস এন্ড ডাইভারসিটি প্রোগ্রাম) সেলিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
এসময় পায়রাবন্দ আদর্শ মানব উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসূচী) মো. আব্দুর রহিম মুকুলের সার্বিক তত্ত¡াবধানে মিডিয়া মোবিলাইজেশনে অংশ নেন দিনাজপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।