
দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ চলতি বছরের ১১ই সেপ্টেম্বর নাইন ইলেভেনের ২০ বছর পূর্তির মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। আগামী ১লা মে থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে। স্থানীয় সময় বুধবার এঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে লম্বা সময় ধরে চলা যুদ্ধের অবসানের সময় হয়েছে। মার্কিন সেনাদের বাড়ি ফেরার সময় হয়েছে।’ মিত্র, গোয়েন্দা, সামরিক নেতাসহ দেশটির বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বাইডেন। তবে, আফগানিস্তানকে কূটনৈতিক ও মানবিক সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। আফগান সরকারের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন বাইডেন। পাশাপাশি ভবিষ্যতে দেশটির নিরাপত্তা বাহিনীকে অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে বর্তমানে আড়াই হাজার মার্কিন সেনা অবস্থান করছে।