
দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ আফ্রিকার দেশ নাইজারের একটি স্কুলে ক্লাস চলার সময় ২০ শিশু আগুনে পুড়ে মারা গেছে। মঙ্গলবার নাইজারের রাজধানী নিয়ামের একটি দারিদ্র্যপীড়িত এলাকায় এ ঘটনা ঘটে। ওই শিশুরা সবাই নার্সারির শিক্ষার্থী ছিল। পুলিশ জানিয়েছে, স্কুলটির ২১টি শ্রেণিকক্ষে আগুন লাগে। শ্রেণিকক্ষগুলো খড় দিয়ে তৈরি হওয়ায় আগুন লাগার পর মুহূর্তের মধ্যে পুড়ে যায় শ্রেণিকক্ষটি। আগুনের তীব্রতায় বের হতে না পেরে স্কুলের ভেতরে আটকা পরে অনেক শিক্ষার্থী। স্কুলের দেয়াল টপকে প্রাণে বাঁচে অনেকে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।