
দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে ভারতে আছেন সাকিব আল হাসান। সেখানে দারুণ সময় উপভোগ করছেন এই অলরাউন্ডার। দুই মৌসুম পর কলকাতার জার্সিতে ফিরেই তাদের ভালোবাসায় মুগ্ধ সাকিব। নাইট কর্তৃপক্ষ ও অধিনায়ক ইয়োন মরগান যেন সাকিবে ডুবে আছেন। উপভোগ্য সময়ের মাঝে বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন সাকিব। সেখানে তার পরিবারের সব সদস্যের নাম লেখা কলকাতার জার্সি দেখা গেছে। তার একটিতে আছে তার ছেলের নাম। গত ১৫ মার্চ সকালে সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ঘরজুড়ে আসে ছেলে সন্তান। তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি। ওই সময় সন্তানের সুস্থ থাকার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করলেও নাম কী রেখেছেন, সেটি জানাননি তিনি। তবে বৃহস্পতিবার কলকাতা টিম ম্যানেজমেন্টের সরবরাহ করা পুরো পরিবারের জার্সিতে শোভা পাচ্ছে তার ছেলের নামও। একটি জার্সিতে লেখা ‘আইজাহ আল হাসান’। বাকি চারটি জার্সিতে সাকিব-শিশিরসহ দুই মেয়ের নাম। এতেই ভক্তরা নিশ্চিত হয়ে গেছেন, আইজাহ আল হাসান হলো সাকিবের ছেলের নাম। সাকিব অবশ্য ছবির ক্যাপশনে বিষয়টি পরিষ্কারও করে দিয়েছেন, ‘আমাদের ছোট্ট ছেলে আইজাহ আল হাসানকে একমাসের জন্মদিনের শুভেচ্ছা। এটাই আমাদের ছোট পরিবার। দুজন সুন্দর বোনের সঙ্গে একজন চাঁদের মতো ফুটফুটে ভাই। আমার আর কিছু দরকার নেই। এটাই আমার পৃথিবী।’ এবারের আইপিএলের শুরু থেকেই কলকাতার গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে একাদশে আছেন সাকিব। দুই ম্যাচে বল হাতে ভালো করলেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি। কলকাতা দুই ম্যাচের একটিতে জিতেছে, অন্যটিতে হেরেছে।