
দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৪১ জন। একই সময়ে মারা গেছে ২ হাজার ২৩ জন। একদিনে আক্রান্তের হিসাবে এই সংখ্যা শুধু ভারতে নয় বিশ্বেও সর্বোচ্চ। এ বছর ৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছিলেন ২ লাখ ৮৯ হাজার ১৯৫ জন। দৈনিক সংক্রমণের নিরিখে বুধবার নতুন রের্কড গড়ল ভারত। গতকাল বুধবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটিতে টানা সপ্তম দিনের মতো করোনা সংক্রমিত রোগী শনাক্ত ২ লাখের ওপরে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ১৩০ জন। যা সারাবিশ্বে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ। মৃত্যু হয়েছে ১ লাখ ৮২ হাজার ৫৭০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৩২ লাখ ৭৬ হাজার ৩৯ জন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।