ঢাকাবৃহস্পতিবার , ২২ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

এ মুহূর্তে ভারতে লকডাউনের প্রশ্নই ওঠে না: মোদি

দিনাজপুর বার্তা
এপ্রিল ২২, ২০২১ ১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ দেশকে লকডাউনের হাত থেকে রক্ষা করতে ভারতের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, লকডাউনের দিকে নিয়ে যাবেন না। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ে তিনি এসব কথা বলেন। ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ ভয়াবহ রূপ নিয়েছে। নরেন্দ্র মোদি বলেন, এ মুহূর্তে লকডাউন দেয়ার প্রশ্ন ওঠে না ভারতে। লকডাউন হচ্ছে করোনার শেষ অস্ত্র। ভারতকে লকডাউন থেকে বাঁচাতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি দেশবাসীর কাছে আবেদন করছি, তারা যেন অসহায় মানুষের পাশে দাঁড়ান। এই মুহূর্তে লকডাউন বলবৎ করার প্রশ্ন নেই। খুব প্রয়োজন না হলে, কেউ ঘর থেকে বের হবেন না। লকডাউন এড়াতে সব রকম ব্যবস্থা নেয়া হবে। করোনা মোকাবিলায় লকডাউনই সর্বশেষ অস্ত্র।’ মোদি বলেন, মহামারি করোনাভাইরাসে যারা আপনজনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল। আমাদের সবাইকে মিলে এই বিপদ মোকাবিলা করতে হবে। টিকা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের কাছে টিকা রয়েছে। ১ মে থেকে ১৮ বছরের উপরের বয়সী সবাই টিকা পাবে। আগের মতোই সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকা দেয়া হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।