
দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজ বাদ দিয়ে আইপিএলকে বেছে নিয়েছিলেন সাকিব আল হাসান। প্রথম তিন ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের একাদশে থাকলেও সবশেষ চেন্নাইয়ের সুপার কিংসের বিপক্ষে ম্যাচে একাদশ থেকে বাদ পড়েন বিশ্ব সেরা অলরাউন্ডার। যদিও তার একাদশ থেকে বাদ পড়াটা অনুমেয়ই ছিল, কারণ তিন ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে আশানুরূপ পারফরম্যন্স করতে পারেননি। ব্যাট হাতে ৩৮ রানের পাশাপাশি তিন ম্যাচে ১০ ওভার বল করে ৮১ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব। সবশেষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে সাকিব ২ ওভারে ২৪ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন। ব্যাটিংয়েও হতাশ করেন। ২৫ বলে একটি করে ছক্কা ও চারে করেন ২৬ রান। ২০০ ছাড়ানো লক্ষ্য তাড়ায় বড় ব্যবধানে হারে তার দল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।