
দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ পাশের দেশ ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করেছে। প্রতিদিনই রেকর্ড সংক্রমণ হচ্ছে দেশটিতে। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। তাই করোনা পরিস্থিতিতে দেশটিকে নিরাপদ মনে করছেন না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এরইমধ্যে আইপিএল না খেলে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন অনেকে। কলকাতা নাইটা রাইডার্সের পরামর্শক ও সাবেক অজি ক্রিকেটার ডেভিড হাসিও মনে করেন, অজি ক্রিকেটারদের এমনটি করার পেছনে খানিকটা ‘আতঙ্ক’ কাজ করেছে! এরই মধ্যে আইপিএলে ছেড়েছেন তিন অস্ট্রেলিয়ান- অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন ও অ্যান্ড্রু টাই। রাজস্থান রয়্যালস পেসার টাই অস্ট্রেলিয়ার সীমান্ত বন্ধ হওয়ার উদ্বেগে প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়ার কথা বললেও জাম্পা ও রিচার্ডসন ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়েছেন। অজিদের এই পরিস্থিতি নিয়েই ডেভিড হাসি সিডনি মর্নিং হেরাল্ডকে বলেছেন, ‘আসলে সবাই কিছুটা হলেও আতঙ্কিত হয়ে পড়েছে এজন্য যে, তারা অস্ট্রেলিয়ায় ফিরে যেতে পারবেন কিনা। আমি এটাও জানি যে আরও অনেকেই আছেন, যারা অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার জন্য একইভাবে আতঙ্কের মাঝে রয়েছেন।’ এ সময় হাসি আইপিএলের জীবানু সুরক্ষিত পরিবেশের বেশ প্রশংসা করেন। পাশাপাশি ভারতের বর্তমান মহামারি পরিস্থিতিতে ক্রিকেটারদের শঙ্কিত হওয়ার বিষয়টিকে স্বাভাবিক হিসেবেই দেখেন, ‘আমরা এখন জীবানু সুরক্ষিত পরিবেশে আছি। এটা আমাদের গত বছরের লকডাউনের মতোই সাদৃশ্যপূর্ণ। প্রতি দুদিনে আমাদের পরীক্ষা হচ্ছে। এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হচ্ছে সবার সুরক্ষার কথা ভেবেই।’ অবশ্য এমন পরিস্থিতি টুর্নামেন্ট চালিয়ে যাওয়ারও ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন হাসি। তার মতে, ‘সব খবরই তো পাচ্ছি। প্রতিটি দিনের খবর সংবাদে পাওয়া যাচ্ছে। হাসপাতালের বিছানায় অসুস্থ ব্যক্তিরা রয়েছেন। যা চলমান প্রেক্ষাপটে অনেক প্রভাব ফেলছে। সোমবার রাতেই এ নিয়ে কথা বলছিলাম, আমরা কতটা ভাগ্যবান ক্রিকেট খেলে পুরো বিশ্বকে বিনোদিত করছি।’ এছাড়া হাসি আরও বলেছেন, ক্রিকেটাররা পরিস্থিতি সম্পর্কে অবগত এবং তারা চান টুর্নামেন্ট চলতে থাকুক।