
দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ধুকছে ভারত। বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের চিকিৎসা ব্যবস্থা খুব উন্নত বলে মনে করেন। প্রতি বছর বাংলাদেশ থেকে বহু সংখ্যক মানুষ ভারতে চিকিৎসার জন্য গিয়ে থাকেন। কিন্তু করোনার ভয়াবহতা ভারতের চিকিৎসা ব্যবস্থার সেই সুনাম নষ্ট করে দিয়েছে। একের পর এক সংক্রমণ ও মৃত্যু যেভাবে বাড়ছে চিকিৎসা ব্যবস্থা করোনার কাছে অসহায়। অক্সিজেনের অভাবে মানুষ ধুকে ধুকে মারা যাচ্ছে। রোগীর সংখ্যা এত বেড়েছে হাসপাতালে বেড পাচ্ছেন না তারা। কঠিন এই সময়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে এবার ফ্রান্সও। দেশটি ভারতকে ৮ ইউনিট অক্সিজেন পাঠাবে। যার প্রত্যেকটি ইউনিট কমপক্ষে ২৫০টি বেডে নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ করতে পারবে। একই সঙ্গে পাঁচটি তরল অক্সিজেন কন্টেইনার, ২৮টি রেসপাইরেটর ও ২০০ ইলেকট্রিক সিরিঞ্জ পাম্প পাঠাবে ফ্রান্স। এই সহায়তা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী এক সপ্তাহের মধ্যে ফ্রান্সের পাঠানো সহায়তা সামগ্রী ভারতে পৌঁছাবে। জানা গেছে, ফ্রান্সের পাঠানো অক্সিজেন ইউনিটগুলোর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে বাতাস থেকে এটা অক্সিজেন সংগ্রহ করতে পারে। ইউনিটগুলো স্থায়ীভাবে বিভিন্ন হাসপাতালে স্থাপন করা হবে। এই ইউনিটগুলোর মাধ্যমে ভারত চাইলে আগামী ১০ বছরের মধ্যে অক্সিজেনে স্বংসম্পূর্ণ হতে পারবে। এছাড়া ফ্রান্সের পাঠানো ৫টি তরল অক্সিজেন কন্টোইনারের প্রত্যেকটি দিয়ে ১০ হাজার রোগীকে সাপোর্ট দেয়া যাবে। অর্থাৎ মোট ৫০ হাজার রোগীকে অক্সিজেন সরবরাহ করা যাবে।